আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারী) রাত ১২টা ১নিমিটে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, থানা পুলিশ, আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংগঠন পুস্পস্তবক অর্পণ করে।
বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, আদমদীঘি সার্কেল এএসপি নাজরান রউফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, ওসি রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হামিদ, সাবেক ডেপুটি কমান্ডার আবির উদ্দীন প্রমুখ। দিবসটি উপলক্ষ্যে উপজেলা মসজিদসহ বিভিন্ন মসজিদে ও অন্যান্য ধর্মীয় উপশনালয়ে শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-প্রার্থনা করা হয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.