আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার আদমদীঘির চাঁপাপুর-আবাদপুকুর সড়কে ব্যারিকেট দিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর রাতে ওই সড়কের আদমদীঘি কয়াকুঞ্চি বিদ্যালয়ের সন্নিকটে গুড় ব্যবসায়ী শ্রী বিদুৎ কুন্ডুকে হাত পা বেঁধে ছুরিকাঘাতে আহত করে ফেলে রেখে তার সর্বস্ব লুট করে নিয়ে যায় ছিনতাইকারি চক্র।
মুমুর্ষ অবস্থায় আহত বিদুৎ কুন্ডুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদুৎ কুন্ডু আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কাঞ্চনপুর দক্ষিনপাড়ার বিধান কুন্ডুর ছেলে। তার অবস্থা সংকটাপন্ন বলে পারিবারিক সুত্রে বলা হয়।
ছিনতাইকারিদের শিকার বিদুৎ কুন্ডুর শ্যালক মহাদেব কুন্ডু জানান, মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর ৫টার দিকে চাঁপাপুর বাজারে গুড় ব্যবসায়ী শ্রী বিদুৎ কুন্ডু তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে নাটোর মোকামে গুড় কেনার জন্য যাচ্ছিল। সে চাঁপাপুর-আবাদপুকুর সড়কের কয়াকঞ্চি বিদ্যালয়ের সন্নিকটে পৌঁছিলে ছিনতাইকারি চক্র রাস্তায় ব্যারিকেট দিয়ে তার গতিরোধ করে এলাপাথারি মারপিট ও ছুরিকাঘাতে শরীরের বিভন্ন স্থানে জখম করে ফেলে রেখে তার নিকট থাকা লক্ষাধিক টাকা, মোবাইল ফোনসহ সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায়। সকালে পথচারীরা সড়কের পাশে বিবস্ত্র রক্তাক্ত অবস্থায় বিদুৎ কুন্ডুকে দেখতে পেয়ে তাকে পরিবারের লোজনসহ পথচারিরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।
Comments are closed, but trackbacks and pingbacks are open.