সামাজিক কার্যক্রমব্রেকিং নিউজরাজশাহী আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির আওতায় কৈশোর নেতৃত্ব উন্নয়ন বিষয়ক সভা By বার্তা কক্ষ On জুন ১৮, ২০২৫ Share আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বেডো সমৃদ্ধি কর্মসূচির আওতায় পরিচালিত আদমদীঘিতে কৈশোর কার্যক্রমের নেতৃত্ব উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বেডো সমৃদ্ধির আদমদীঘি উপজেলা ইউনিট কার্যালয়ে কিশোর ও কিশোরী সদস্যদের নিয়ে এই সভার সভাপতিত্বে করেন, বেডো সমৃদ্ধি কর্মসূচির আদমদীঘি উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তরিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, বেডোর জোনাল ম্যানেজার মোস্তফা কামাল। বক্তব্য রাখেন সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পাল, স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন প্রমুখ। উল্লেখ্য, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সার্বিক সহযোগিতায় ও বেডোর বাস্তবায়নে কৈশোর কার্যক্রমের ৯টি ওয়ার্ড কমিটির কিশোর ও কিশোরী সদস্যদের নিয়ে উন্নয়ন বিষয়ক সভাটি অনুষ্ঠিত হয়। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.