আদমদীঘিতে বিয়ে ভেঙ্গে দেয়ার অপবাদ দেয়ার দু‘পক্ষের সংঘর্ষে পিতা পুত্রসহ আহত-৬


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বিয়ে ভেঙ্গে দেয়ার অপবাদ দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পিতাপুত্রসহ অন্তত ৬জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে আদমদীঘির বনতইর গ্রামে।

আহতদের মধ্যে বনতইর গ্রামের ওয়ারেছ মন্ডল (৭০) ও ছেলে এনামুল হক (৪৫) কে আদমদীঘি হাসপাতালে এবং এমদাদুল হক মন্ডলকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

জানা যায়, আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের বনতইর গ্রামের মিনহাজুলের ভাই আমিনুরের বিয়ে ঠিকঠাক হয়। প্রতিপক্ষ ওয়ারেছ মন্ডলের পরিবার থেকে ওই বিয়ে ভেঙ্গে দেন বলে মিনহাজুল ও তার ভাই আমিনুরের সন্দেহ ও অপবাদ দিলে তাদের মধ্যে চাপা উত্তেজনা সৃষ্টি হয়।

এর জেরধরে গতকাল সোমবার সকালে গ্রামের রাস্তায় ফের বাকবিতন্ডার জড়িয়ে পড়ার এক পর্যায়ে উভয়ের মধ্যে এই সংঘর্ষ বাধে। এতে পিতাপুত্রসহ ৬জন আহত হন।

ওসি জালাল উদ্দীন বিটিসি নিউজকে জানান অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.