আদমদীঘিতে প্রধান মন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যামে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: দেশের অন্ন্যান্য স্থানের মতো আদমদীঘি উপজেলা শত ভাগ পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়। সাথে আজ বৃহস্পতিবার বেলা ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিদ্যুতায়নের উদ্বোধন করেন।

কনফারেন্সে কালে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার সাদেকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু, সান্তাহার বিদ্যুত বিতরন কেন্দ্রের নির্বাহি প্রকৌশলী জিল্লুর রহমান, পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম শাহ রাজ্জাকুর রহমান, এজিএম খোকন মিয়া, আওয়ামী লীগের সহ সভাপতি আবু রেজা খান, ইউপি চেয়ারম্যান আব্দুল হক, এসএম বেলাল হোসেনসহ বিভাগীয় কর্মকর্তা, কর্মচারী, স্কুল ও কলেজের শিক্ষার্থী ও সাধারন জনতা উদ্বোধন উপভোগ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো:হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.