আদমদীঘিতে পুলিশের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে জেলা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর রোববার বেলা ১১ টায় আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান শামীম উল ইসলাম শামীমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম।
বক্তব্য রাখের উপ সহকারি প্রকৌশলী (জনস্বাস্থ্য) শিপন আলী প্রমূখ। সভায় প্রধান অতিথি আসন্ন দুর্গাপুজা উৎসবকে ঘিরে সকল ধর্মের মানুষকে বন্ধুত্ব সুলভ আচরনের মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহবান জানান। সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মুসলিম ও সনাতন ধর্মের বিশিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.