আদমদীঘিতে পল্লি বিদ্যুতের লাইম্যানকে মারপিটের ঘটনায় মামলা : গ্রেফতার-১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার পল্লি বিদ্যুত সামতির লাইন ম্যানকে পথ রোধে করে মারপিটের ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার দুপুরে লাইন ম্যান আব্দুল মতিন বাদি হয়ে জাহাঙ্গীর আলমকে আসামী করে আদমদীঘি থানায় মামলা করেল পুলিশ জাহাঙ্গীর আলম (৪৫) কে গ্রেফতার করেন। জাহাঙ্গীর আদমদীঘি উপজেলার কাশিমালা গ্রামের আফছার সরদারের ছেলে।

মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক তহিদুল ইসলাম বিটিসি নিউজকে জানায়, ৬ মাসের বিদ্যুত বিল পরিশোধ না করায় পল্লী বিদ্যুতের আদেশক্রমে পল্লি বিদ্যুৎ গ্রাহক জাহাঙ্গীর আলমের বাড়ীর বিদ্যুতের সংযোগ ২ মাস পূর্বে বিচ্ছন্ন করেন। এরজের ধরে গত বৃহস্পতিবার ওই গ্রামে সেচ শিল্প মিটার রিডিংয়ের কাজ করার জন্য জাহাঙ্গীরের বাড়ীর পার্শ্বে দিয়ে যাওয়ার পথে লাইনম্যান আব্দুল মতিনের পথরোধ করে হত্যার উদ্যেশে মারপিট করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.