আদমদীঘিতে নিখোঁজ রাকিবের ১৫ দিনেও সন্ধান মিলেনি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে রাকিব হোসেন (১৮) নামের এক মানসিক ভারসাম্যহিন কিশোর নিখোঁজ হওয়ার দীর্ঘ পনের তার সন্ধান মিলেনি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাকে না পেয়ে বাবা মা হতাশায় ভুগছেন।
নিখোঁজ রাকিব হোসেন আদমদীঘি উপজেলার কদমা গ্রামের কৃষক আজাহার সেকেন্দারের ছেলে। এ ঘটনায় নিখোঁজ রাকিব হোসেনের মা আদমদীঘি উপজেলার কদমা গ্রামের ফরিদা বেগম মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে আদমদীঘি থানায় একটি ডায়েরি করেন।
রাকিব হোসেনের মা ফরিদা বেগম জানায়, গত ১৬ ডিসেম্বর বেলা ১২ টার দিকে উপজেলার কদমা গ্রামের নিজ বাড়ি থেকে রাকিব হোসেন বেড়িয়ে যায়। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলো। এজন্য তাকে প্রতিনিয়ত ঘরে রেখেই দেখাশোনা করা হতো। সে হারিয়ে যাওয়ার পর আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায় নি। নিরূপায় হয়ে থানায় একটি ডায়েরি করা হয়েছে। তাকে ফিরে পেতে প্রশাসনের সহায়তা চান তিনি।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান মানসিক ভারসাম্যহীন রাকিব হোসেন নিখোঁজ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি হয়েছে বলে নিশ্চিত করে জানান। তার সন্ধান পেতে চেষ্টা চালানো হচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.