আদমদীঘিতে নাশকতা মামলায় বিএনপির তিন জন সহ গ্রেফতার-৫


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় বিএনপির ৩ জন নেতাকর্মিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো. সান্তাহার চা বাগান এলাকার আব্দুল মালেকের ছেলে সান্তাহার পৌর বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মুকুল (৫৩), আদমদীঘির মুরইল বাজারের আমজাদ হোসেনের ছেলে বিএনপির কর্মি সোহেল (৩৭) ও মুরাদপুর গ্রামের বজলার রহমানের ছেলে বিএনপি কর্মি আবু বক্কর ছিদ্দিক।
আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার জানান, আদমদীঘি থানার ১টি নাশকতা মামলায় সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাতে তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
এছাড়া সান্তাহারে চোর সন্দেহে সান্তাহার ইয়ার্ড কলোনীর সিরাজুল ইসলামের ছেলে শুভ রহমান (২৩) ও স্টেশন কলোনীর আব্দুস ছাত্তারের ছেলে মুক্তার হোসেন (২৫) কে গ্রেফতার করা হয় বলে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.