আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আদমদীঘিস্থ সিরাজুল ইসলাম খান রাজুর ছেলে শহিদুল্লাহ আল মেহেদী ওরফে আপন (৩৪) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গতকাল সোমবার (২৪ মার্চ) রাতে তাকে উপজেলার শিবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মি ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ, বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি অফিসেন দরজা জানালা, চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবি ভাংচুর ও অগ্নিসংযোগ করে পুড়ে ফেলা সংক্রান্ত নাশকতা মামলায় শহিদুল্লাহ আল মেহেদী আপনকে এ মামলায় জড়িত সন্ধেহে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত শহিদুল্লাহ আল মেহেদী ওরফে আপনকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.