আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:বৃহস্পতিবার (১৩ জুন) সকালে বগুড়ার আদমদীঘিতে ঈদুল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে প্রদত্ত বিভিন্ন ইউনিয়নে ভিজিএফ‘র চাল বিতরণ করা হয়েছে। জনপ্রতি ১০ কেজি করে বিনা মূল্যে এই চাল বিতরন করা হয়।
আদমদীঘি সদর ইউনিয়নে অত্র ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, ছাতিয়ানগ্রাম ইউপিতে ওই ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু চাল বিতরন উদ্বোধন করেন।
এসময় আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, তদারকি কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউপি সচিবগন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, ইউপি সদস্যবৃন্দসহ নেতৃবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলায় মোট ৯ হাজার ৬৮৬জন দু:স্থ্য ও অতিদরিদ্র পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়।
এরমধ্যে আদমদীঘি সদর ইউনিয়নে ১হাজার ৮শ‘ ৩১ জন ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের আওতায় ১হাজার ৭শ‘৬৩ জনকে এই চাল দেয়া হয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.