আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে দুইজনকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায়।
গতকাল মঙ্গলবার (০৫ জুলাই) দুপুরে এই আদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, গতকাল মঙ্গলবার (০৫ জুলাই) আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ইশবপুর এলাকা থেকে মাদক সেবন করার সময় দুইজনকে আটক করা হয়।
পরে আটককৃতদের মধ্যে ছাতিয়ানগ্রামের মনছুর আলী শেখের ছেলে আসলাম শেখ (৩৪) ও দুর্গাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩৪) কে প্রত্যককে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন ভ্র্যাম্যমান আদালত। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.