আদমদীঘিতে দুই মদ বিক্রেতার জেল-জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে চোলাই মদ বিক্রির অপরাধে দুই মাদক কারবারির জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মমাহমুদা সুলতানা।
বুধবার (৪ জুন) দুপুরে তিনি এই আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার নিমাইদীঘি সরদারপাড়ার ছইম উদ্দিন মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) ও পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার মল্লিকাদহ গ্রামের হাফিজুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল বলেন, আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান কালে ছাতিয়ানগ্রাম এলাকা থেকে এক লিটার চোলাই মদসক উল্লেখিত দুইজনকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা তাদের তিন মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা করে জরিমানা করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.