আদমদীঘিতে দুই দিনের মাথায় আবারও প্রতিমা ভাংচুর : আতংকিত হিন্দু সম্প্রদায়

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির গোবিন্দপুর ভরনতলা মন্দিরে প্রতিমা ভাংচুর ঘটনা মাত্র দুই দিনের ব্যবধানে গতকাল রবিবার রাতে আড়াইল গ্রামে ফের সন্ন্যাশ প্রতিমা ভাংচুর ও তছনছের ঘটনা ঘটেছে। পর পর প্রতিমা ভাংচুরে ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক বিরাজ করছে।

আজ সোমবার সকালে সিনিয়র সহকারি পুলিশ সুপার বি-সার্কেল কে এইচ এম এরশাদ ও ওসি মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।

জানা যায়, আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের গোবিন্দপুর ভরণতলা কালি মন্দিরে গত ৮ জুন বিকেলে ভরণ খেলা মেলায় আমন্ত্রন দেয়াকে কেন্দ্র করে মন্দিরে হামলা চালিয়ে পুরোহিগকে মারপিট ও কালি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হলে পুলিশ শামিম ও হোসেন আলী নামের দুইজনকে গ্রেফতার করে। এ ঘটনার রেশ কাটতে না কাটতে মাত্র দুই দিনের ব্যবধানে গত রোববার দিবাগত রাতে দুর্বৃত্তরা একই ইউনিয়নের আড়াইল গ্রামের মাঠে সন্ন্যাশ তলা নামকস্থানে অবস্থিত সন্ন্যাশ ঠাকুর নামের প্রতিমার একটি হাত ও একটি পা ভেঙ্গে তছনছ করে ফেলে দিয়েছে। পর পর প্রতিমা ভাংচুর ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংকিত বিরাজ করছে।

সন্ন্যাশ তলার সাধারন সম্পাদক কাজল চন্দ্র বর্মন বিটিসি নিউজকে জানায়, তারা ওই ঠাকুরের প্রতিশ্রদ্ধা জানিয়ে নিয়মিত পূজাপাবন ও মান্নত করতেন।

গতকাল রোববার পূজা শেষে পূজারিরা বাড়ি চলে যায়। পরদিন গতকাল সোমবার সকালে পূজা করতে এসে প্রতিমা সন্ন্যাশ ঠাকুর ভাঙ্গা ও তছনছ অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়া হয়। পরে হাত, পা ভাঙ্গা সন্ন্যাশ ঠাকুর প্রতিমাকে ওই আসনে বসানো হয়। মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কারা এ সব ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.