সামাজিক কার্যক্রমব্রেকিং নিউজরাজশাহী আদমদীঘিতে দলিল লেখকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত By বার্তা কক্ষ On মার্চ ২১, ২০২৩ Share আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: সাব রেজিস্ট্রী অফিসের দলিল লেখকদের কর্মদক্ষতা বৃদ্ধি,শুদ্ধাচার চর্চা ও সুশাসন জবাব দিহিতা জোড়দার করার লক্ষ্যে বগুড়ার আদমদীঘি সাব-রেজিস্ট্রার অফিসে অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১১টা থেকে বেলা ৪টা পর্যন্ত সাব-রেজিস্ট্রী অফিসে এই কর্মশালায় সভাপতিত্ব করেন. আদমদীঘি দলিল লেখক সমিতির সভাপতি আইয়ুব হোসেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা রেজিস্টার রফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, আদমদীঘির সাব রেজিস্টার নিলুফা ইয়াসমিন, দুপচাঁচিয়ার সাব রেজিস্টার কামরুল ইসলাম, আদমদীঘির অফিস সহকারী আব্দুল জলিল, সাধারন সম্পাদক আনোয়ার হোসাইন, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, দলিল লেখক আব্বাস আলী প্রমুখ। কর্মশালা শেষে ৪০ জন দলিল লেখকের মাঝে সৌজন্য ব্যাগ বিতরন করা হয়। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.