আদমদীঘিতে দলিল লেখকদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লেখকদের সচ্চতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে এক দিনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় সাবরেজিষ্ট্রি অফিস চত্বরে এই কর্মশালায় সভাপতিত্বে করেন আদমদীঘি সাবরেজিষ্ট্রি অফিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাবরেজিষ্টার এস এম কামরুল হোসেন।
এতে প্রশিক্ষক হিসাবে ছিলেন, বগুড়ার নন্দীগ্রাম সাবরেজিষ্ট্রি অফিসের সাব রেজিষ্ট্রার সামিমা পারভীন।
বক্তব্য রাখেন. আদমদীঘি দলিল লেখক সমিতির সভাপতি আইয়ুব হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, সহসভাপতি আলেফ উদ্দীন, কোষাধক্ষ আব্দুস ছালাম প্রমুখ।
এই প্রশিক্ষন কর্মশালায় সনদপ্রাপ্ত দলিল লেখকবৃন্দ অংশ গ্রহন করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.