আদমদীঘিতে তারুণ্যের উৎসব উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে তারুন্যের উৎসব কর্মসুচীর অংশ হিসাবে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বেলা ১১ টায় এক র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদর্ক্ষিন করে।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে নতুন বাংলাদেশ বিনির্মানে “তারুন্যের ভাবনা আগামী বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার (চলতি দায়িত্বে) সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানার সভাপতিত্বে ও আইসিটি অফিসার রোকনুজ্জামন খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, প্রানি সম্পদ কর্মকর্তা ডা: বেনজীর রহমান, যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার পাল, নসরতপুর কলেজের ভাইস প্রিন্সিপাল একেএম এনামুল হক, আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী জুথি আক্তার প্রমুখ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.