ধর্মব্রেকিং নিউজরাজশাহী আদমদীঘিতে তফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত By বার্তা কক্ষ On জানু. ১৬, ২০২৫ Share আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি উপজেলার পাইকপাড়া গ্রামবাসির উদ্যেগে তফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) দিবাগত রাতে পাইকপাড়া গ্রামে এ তফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্বে করেন হযরত মাওলানা এরফানুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার। প্রধান বক্তা হিসাবে তফসিরুল কোরআন নিয়ে বিষদ আলোচনা করেন, মুফতি হেদায়াতুল্লাহ খাঁন আজাদী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সহসভাপতি বুলবুল ফারুক, সাবেক ইউপি চেয়রম্যান আব্দুল মোক্তাকিম তালুকদার, সহকারি অধ্যাপক (অবসরপ্রাপ্ত) গোলাম মোস্তফা প্রমুখ। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.