আদমদীঘিতে ছিনতাই চক্রের চার সদস্য গ্রেফতার আটোচার্জার উদ্ধার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে অটো চার্জার (ইজিবাইক) ছিনতাইয়ের প্রবনতা মারাত্বর হারে বৃদ্ধি পেয়েছে। গত ৬ মাসে ৫টি অটোচার্জাার ছিনতাই ও চুরি এবং এক চার্জাার চালক খুনের ঘটনা ঘটেছে। এদিকে পুলিশ চার্জাার ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার ও বগুড়া সদর থেকে চোরাই একটি অটোচার্জার উদ্ধার করে।
গ্রেফতারকৃত হলো, আদমদীঘি উপজেলার রামপুরা গ্রামের দিলবর মন্ডলের ছেলে মাসুদ রানা (২৪), একই উপজেলার করজবাড়ী গ্রামের শরিফুলের ছেলে রায়হান (২৫), বগুড়া সদরের জয়পুর পাড়ার হারুনুর রশিদ শেখের ছেলে রাজিব শেখ (৩৩) ও আফতাব আলীর ছেলে রাশেদ (৪৫)। আজ রোববার এদের আদালতে প্রেরণ করেছে। এ ব্যাপারে অটোচার্জার মালিক রাশিদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন।
জানাযায়, গত ৬ মাসে আদমদীঘি সদর, সান্তাহার, কুন্দগ্রামসহ কয়েকটি এলাকা থেকে ৫টি অটোচার্জার (ইজিবাইক) চুরি ও সান্তাহার হেলালিয়ায় মারুফ হোসেন নামের এক চালক খুন হয়। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর আদমদীঘির মন্ডবপুর গ্রামের রাশিদুল ইসলাম নামের এক ব্যাক্তির বাড়ীর নিকট থেকে একটি অটোচার্জার চুরি যায়। এরপর বহু খোঁজাখুঁজির পর গতকাল শনিবার সকালে স্থানীয় জনতা রামপুরা গ্রামের মাসুদ রানাকে আটক করে থানায় সোর্পদ করা হয়।
তার দেয়া তথ্যানুসারে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অপর ছিনতাইকারী রাজিব শেখ, রাশেদ, ও রায়হানকে গ্রেফতার এবং বগুড়া সদরের জয়পুরপাড়া থেকে চুরি যাওয়া রাশিদুলের অটোচার্জার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের নিকট গুরুত্বপূর্ন তথ্য মিলেছে বলে পুলিশের দাবী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.