আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে বেডোর সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বেলা ১১টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে আদমদীঘি সদর ইউনিয়নরে বিভিন্ন গ্রামের দুই শতাধিক শিশুরা চিত্রাঙ্কন, কিশোরীরা দড়ি খেলা এবং নারীরা লুডু প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন।
পরে বেডো সমৃদ্ধি কর্মসূচির সহকারী আদমদীঘি উপজেলা কর্মসূচি সমন্বয়কারি শিবনাথ চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বেডো সমৃদ্ধি কর্মসূচির আদমদীঘি উপজেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী নির্বাচিত ১২জন বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সভাপতি কাওছার আলী, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, সাংবাদিক জিল্লুর রহমান ও সাইফুল ইসলাম প্রমুখ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.