আদমদীঘিতে কৃষি অফিসের উদ্যোগে পাটনার কংগ্রেস অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে প্রোগ্রাম অন এগ্রিকালচার র‌্যুরাল ট্রান্সফরমেশন অফ নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটর্নার) এর আওতায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বেলা ১১ টায় আদমদীঘি কৃষি সম্প্রসারণ হল রুমে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ অধিকারির সভাপতিত্বে এই কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাটনার বগুড়া জেলা অঞ্চরে সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ।
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার দীপ্তি রানী রায়ের সঝ্চলনায় আরো বক্তব্য রাখে, সহকারি কমিশনার (বুমি) মাহমুদা সুতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিয়া বেগম, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, উপ সহকারি কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, কৃষক রাজু আহমেদ, আব্দুল মান্নান, তোফাজ্জল হোসেন প্রমুখ।
কংগ্রেসে প্যাকেজ প্রযুক্তিজ্ঞান, দৃষ্টিভঙ্গি ও ধারণা প্রকল্প এলাকায় কৃষি প্রযুক্তি. কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য পুষ্টি, কৃষিপণ্য মুল্যশৃংখলা এবং পাটনারের প্রযুক্তি ও কলাকৌশল সমুহের টেকসহিতা বিষয়ক বিষদ অলোকপাত করা হয়।
এই কংগ্রেসে উপজেলা বিভিন্ন এলাকার কৃষক কৃষাণী সায়বাদিকসহ শতাধিক ব্যক্তি অংশ গ্রহন করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.