সামাজিক কার্যক্রমব্রেকিং নিউজরাজশাহী আদমদীঘিতে ইউএনও-এর বিদায়ী সংবর্ধনা By বার্তা কক্ষ On সেপ্টে. ২১, ২০২২ Share আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) শ্রাবণী রায়ের বদলী জনিত কারনে এক বিদাযী সংবর্ধনার আয়োজন করে অফিসার্স ক্লাব। ২১ সেপ্টেম্বর বুধবার দুপুরে অফিসার্স ক্লাবে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায়ী ইউএনও শ্রাবণী রায়ের সভাপতিত্বে সঙবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, মৎস্য অফিসার সুজয় পাল, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম প্রমূখ। ইউএনও শ্রাবণী রায় বগুড়ার আদমদীঘি উপজেলা থেকে নাটোর জেলার গুরদাসপুর উপজেলায় বদলী হয়ে গেলেন। অত্র উপজেলায় ইউএনও-এর অতিরিক্ত দায়িত্বে থাকবেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহি অফিসার সুমন জিহাদী বলে জানাগেছে। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.