আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির অদুরে ব্যাটারি চালিত অটোচার্জার ট্রলি ও নসিমন (ভুটভুটি) এর সংর্ঘষে আব্দল মুতন (৫৫) নামের অটোচার্জার ট্রলি চালক নিহত ও এক নারীসহ দুইটি ছাগল আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদুরে আশা ফিলিং স্টেশনের পাশে। নিহত আব্দুল মতিন আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির শিববাটী কান্ডারপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার ও দুর্ঘটনায় কবলিত অটোচার্জার ও ভুটভুটি আটক করেছে।
এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আদমদীঘি সদরের হাটে দুটি ছাগল কিনে এক অজ্ঞাত মহিলা ব্যাটারি চালিত অটোচার্জার ট্রলিতে তুলে সান্তাহারের উদ্দ্যেশে যাচ্ছিল। তারা মহাসড়কের আশা ফিলিং স্টেশনের পাশে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা নসিমন (ভুটভুটি) সাথে সংঘর্ষ হয়। এতে ব্যাটারি চালিত অটোচার্জার ট্রলির বডি খুলে দুমড়ে মুচড়ে পাশে উল্টে গিয়ে চালক আব্দুল মতিন ও যাত্রী অজ্ঞাত ওই মহিলাসহ দুটি ছাগল মারাত্মক আহত হয়।
স্থানীয়রা চালক আব্দুল মতিনকে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অজ্ঞাত মহিলাকে নওগাঁ হাসপাতালে নেয়া হয়। রাত সাড়ে ৭টায় চালক আব্দুল মতিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে মারা যায়। আহত অজ্ঞাত ওই মহিলার পরিচয় পাওয়া যায়নি। পরে স্থানীয়রা আহত দুই ছাগলকে জবাই করেন।
পুলিশ মরদেহ উদ্ধারসহ ঘটনাস্থল থেকে ভুটভুটি ও অটোচার্জার জব্দ করেছে বলে থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.