আদমদদীঘিতে অস্ত্র মামলায় ছাত্রলীগের সভাপতিসহ দুইজনের বিরুদ্ধে চার্জশীট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি সান্তাহারে বিরোধের জেরধরে মুক্তিযোদ্ধার বাসায় হামলা ভাংচুর মারপিট ও লুটের মামলার তদন্ত কালে পিস্তল ও মাগাজিন উদ্ধার সংক্রান্ত ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সজল (২৫) ও একরামুল হক শুভ (২২)কে অভিযুক্ত আসামী করে চার্জশীট দাখিল করা হয়েছে।

চার্জশীটভুক্ত আসামী মশিউর রহমান সজল সান্তাহার পোষ্ট অফিস পাড়ার মহসিন আলী ছেলে ও একরামুল হক শুভ সান্তাহার হলুদঘর পাড়ার এজাজুল হকের ছেলে। মামলা তদন্ত শেষে তদন্তকারি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে এই চার্জশীট দাখিল করেন। আসামীরা জেল হাজতে আবদ্ধ রয়েছে।

মামলা সুত্রে প্রকাশ, গত ১৯ মার্চ আদমদীঘির সান্তাহার মুক্তিযোদ্ধা অনছার আলীর বাসায় হামলা ভাংচুর, মারপিট ও লুট সংক্রান্ত মামলার আসামী একরামুল হক শুভকে গ্রেফতার করার পর তার দেয়া তথ্যানুসানে পুলিশ রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সজলের বাসা থেকে একটি বিদেশী পিস্তল ও মাগজিন উদ্ধারসহ ওই দুইজনকে গ্রেফতার করে। এ ঘটনায় উপ-পরিদর্শক তহিদুল ইসলাম বাদি হয়ে থানায় সজল ও শুভকে আসামী করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.