আট বছর পর সান্তাহার হোটেল স্টার ও আবাসিকের দখল নিলেন মালিক পক্ষ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: দীর্ঘ আট বছর অন্যের দখলে থাকা আদমদীঘির সান্তাহার রেলওয়ে জায়গার উপড় স্থাপিত হোটেল স্টার ও হোটেল স্টার আবাসিকের মালিকানা দখলে নিয়েছেন হোটেল স্টার মালিক প্রয়াত ওসমান গনির পরিবারের সদস্যরা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.