আটোয়ারীতে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্ব ময়” এই প্রতিপাদ্যের আলোকে পঞ্চগড়ের আটোয়ারীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) উপজেলা পরিষদ চত্বরের সুসজ্জিত মাঠে দিনব্যাপি বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ওই দিন সকালে বিজ্ঞান মেলা প্রবেশ গেইটে লাল ফিতা কেটে এবং জোড়া কবুতর অবমুক্ত করণের মাধ্যমে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। বিজ্ঞান মেলার মুক্ত মঞ্চে প্রতিপাদ্য বিয়য়ের উপর গুরুত্বারোপ করে সংক্ষিপ্ত আলোচনা শেষে মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুসজ্জিত ক্ষুদে বিজ্ঞানীদের নতুন উদ্ভাবনী বিষয় নিয়ে ২৫টি স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য কর্মকর্তাগণ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান জানান, উপজেলায় ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ উপলক্ষে অংশগ্রহণকারী স্টল ২৫ টি।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদরাসা) শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান অলিম্পিয়াড, দলগত ভাবে ২০টি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও মাদরাসা) বিজ্ঞান বিষয়ক কুইজ এবং স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরো জানান,দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের নতুন উদ্ভাবনী বিষয় নিয়ে স্টল পরিদর্শনকারী দলের সামনে স্টলের বিষয়বস্তু নিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন। স্টল পরিদর্শনকারী কর্মকর্তাগণ শিক্ষার্থীদের স্টল বিষয়ে উপস্থাপনা বিবেচনা করে শ্রেষ্ঠ স্টল নির্বাচন করেন। সকল প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতায় সকল বিজয়ীদের মাঝে বৃহস্পতিবার সন্ধায় পুরস্কার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান বলেন, দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ক্ষুদে শিক্ষার্থীরা নতুন উদ্ভাবনী বিষয়গুলো প্রদর্শনের ব্যবস্থা করেছেন। আগামী দিনে এই ক্ষুদে শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে নতুন কিছু আবিস্কার করতে পারবে বলে আশা করছি। দিনব্যাপি বিজ্ঞান অলিম্পিয়াড,কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা।
মূল্যায়ন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম,আইসিটি প্রোগ্রামার এ.এম আরিফুল ইসলাম। একই অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর বিভিন্ন প্রতিযোগিতা সমুহের শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষক, শিক্ষার্থী, প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠান ও বিভিন্ন গ্রুপকে পুরস্কৃত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা মৎস্য অফিসার সিরাজাম মুনীরা সুমি, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী হৃষিকেশ রায়,অতিরিক্ত কৃষি অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ,বিভিন্ন শ্রেণি পেশার দর্শক স্রোতা সহ গণমাধ্যমকর্মীগণ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মো. লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.