আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সহ ১১ টি সভা মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান এর সভাপতিত্বে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মন্তব্য করে উপদেষ্টার বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
সভায় ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবির, ওসি মোঃ মুসা মিয়া, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান, ১৮ ব্যাটালিয়ন ও ৫০ ব্যাটালিয়ন এর প্রতিনিধি হিসেবে গিরাগাঁও ও বর্ষালুপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কোমান্ডারদ্বয়, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার , মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ,আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, আটোয়ারী প্রেস ক্লাবের সম্পাদক,বিশিষ্ট ব্যবসায়ী ও চালকল মালিক সমিতির সভাপতি সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
উপজেলায় মাদক, চোরাচালান, চুরি,সড়ক দুর্ঘটনা, বাজারে সিএনজি ও অটো রিক্সার বিশৃঙ্খলা, কিশোর গ্যাং, মোবাইল জুঁয়া সম্পর্কে ব্যাপক ফলপ্রসু আলোচনা হয়। তবে মাদক সম্পর্কে এক প্রশ্নের সন্তোষজনক জবাব না দিয়ে সভায় বিজিবি প্রতিনিধি সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়ে অশালীন আচরণ করেন। শিষ্টাচার বহির্ভুত আচরণ করেছেন বলে তাৎক্ষনিক মন্তব্য করেন কমিটির সভাপতি।
পরে পর্যায়ক্রমে চোরাচালান প্রতিরোধ কমিটির সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা, সড়ক নিরাপত্তা কমিটির সভা, ভিক্ষুক পুনর্বসন ও বিকল্প কর্মসংস্থান সংক্রান্ত কমিটির সভা,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, সামাজিক-সম্প্রীতি কমিটির সভা, এনজিও বিষয়ক সমন্বয় সভা, মহান একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.