আটোয়ারীতে আনসার ও ভিডিপি’র বৃক্ষ রোপন অভিযান

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩১ জুলাই) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অফিস চত্ত¡রে ফলজ,বনজ, ভেষজসহ বিভিন্ন প্রজাতির ৫০টি বৃক্ষের চারা রোপন করে অভিযানের শুভ সূচনা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফরিদা বেগম (লাকী)।
এসময় আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা কাজী সাহেরা, প্রশিক্ষক মোঃ আফজাল হোসেন, কোম্পানী কমান্ডার আলহাজ¦ মোঃ আকতার হোসেন, সহকারী কোম্পানী কমান্ডার ,৬ ইউনিয়নের ভিডিপি দলনেতা, দলনেত্রী ও ইউনিয়ন আনসার কমান্ডার সহ সহকারী আনসার কমান্ডারগণ উপস্থিত থেকে বৃক্ষ রোপন অভিযানে সহযোগিতা করেন।।
এছাড়াও একই দিনে আলোয়াখোয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০টি মেহগনী গাছের চারা রোপন করা হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফরিদা বেগম (লাকী) বলেন, প্রকৃতির ভারসাম্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা সহ সুনির্মল অক্সিজেন পেতে আমাদের বৃক্ষ রোপন অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মো. লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.