বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আটলান্টায় সশস্ত্র এক ব্যক্তির সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। সংঘর্ষে সন্দেহভাজন ওই ব্যক্তি নিহত হয়। আহত হয় পুলিশের তিন কর্মকর্তা। শনিবার (১১ মে) এ ঘটনা ঘটে।
এক সংবাদ সম্মেলনে আটলান্টার পুলিশ প্রধান ড্যারিন শিয়েরবাম বলেন, শনিবার সোয়া ৫টার দিকে তারা খবর পান ফেয়ারব্যাঙ্কস স্ট্রিটের একটি বাণিজ্যিক এলাকার ডেসোটো অ্যাভিনিউতে এক ব্যক্তির ওপর আক্রমণ চালাতে যাচ্ছে সশস্ত্র আরেক ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি গাড়ি বহর।
ওই সময় হ্যান্ডগান ও ছুরিসহ ওই ব্যক্তিকে দেখতে পান পুলিশ। পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তিনজন আহত হয়। পুলিশের পাল্টা গুলিতে ওই ব্যক্তি নিহত হয়।
পুলিশের টহল গাড়িতে করে তিন কর্মকর্তাকে গ্র্যাডি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের একজন কাঁধে গুলিবিদ্ধ হন। অপর দুইজনের পায়ে গুলি লাগে। আটলান্টার মেয়র আন্দ্রে ডিকেন্স ওই কর্মকর্তাদের দেখতে হাসপাতালে যান।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন শিয়েরবাম। তার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছেন জর্জিয়া ব্যুরো অফ ইনভেস্টিগেশন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.