আজ সংগঠক, সাংবাদিক, কবি লোকমান হোসেন পলা’র ৫০ তম জন্মদিন

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক, লেখক, পর্য়টক, মানবাধিকারকর্মী ও সংগঠক লোকমান হোসেন পলার, ৫০ তম জন্ম দিন আজ। তিনি ১৯৭৫ সালে আজকের দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলা খাড়েরা গ্রামে জন্ম গ্রহন করেন।
তিনি ছাত্র অবস্থায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্তহন।
১৯৯৭ সাল থেকে প্রকাশিত লিটল ম্যাগাজিন বিকাশ এর সম্পাদনা করে আসছেন, বতর্মানে নিডস নিউজ ২৪ ডট কমের সম্পাদক, মাসিক পূর্বাপরের কার্যকরী সম্পাদক, দেশ বাঙালি লিটল ম্যাগ এর সস্পাদক, সভাপতি, বিশ্ববাঙালি সংসদ-বাংলাদেশ, কসবা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক মুক্ত খবর, বিটিসি নিউজ, দেশ বুলেটিন এর কসবা উপজেল প্রতিনিধি।
মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটির যুগ্ম মহাসচিব, তিনি কর্মের স্বীকৃতি স্বরূপ পশ্চিম বাংলার ঈশপ সাহিত্য সম্মাননা-২০১৯, ভারত বাংলাদেশ মৈত্রী সম্মাননা-২০১৮, অনলাইন লিটালেচার গ্রুপস ইউনিটি সাহিত্য সম্মাননা ২০২২, মানিকলাল সিংহ সংস্কৃতি গবেষণা পরিষদ প্রদত্ত, বিমল কুমার সরকার স্মৃতি সম্মেননা ২০২২, স্রোত সাহিত্যে পদক (ভারত) দৈনিক নব অভিযান সম্মাননা পদক- ২০০৯ (সফল সংগঠক) মাপসাস মহাত্মাগান্ধী শান্তি পদক-২০১০ (ইভটিজিং ও মাদক বিরোধী প্রচারে বিশেষ অবদানের জন্য) তিনি সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই, ভারত, নেপাল, ভুটান ভ্রমণ করেছেন। তার প্রকাশিত গ্রন্থ, মুক্তিযুদ্ধে খাড়েরা ইউনিয়ন, এক জনমে, প্রিয় কবিতা, ডিজিটাল সংসার, শান্তির পথে, পৃথিবীর পথে, আমার এই পথ চলাতে আনন্দ হাসনাইন সাজ্জাদী’র বিজ্ঞানকাব্যরীতি ও মুক্তিযুদ্ধে অমোচনীয় ত্রিপুরা।
সহিত্যের বিচারের হাসনাইন সাজ্জাদীর বিজ্ঞান কবিতার কাব্যরীতি, ধবধবে সাদা কথামালা, তিনি প্রতিভা সাহিত্য সংগঠন ও পাঠাগার-এর প্রতিষ্ঠাতা। তিনি কসবা উপজেলার থিম সং রচয়িতা।
তাঁর জন্মদিন উপলক্ষ্যে আজ বিকাল ৫ টায়, বিশ্ব বাঙালি সংসদ ও বিজ্ঞান কবিতা আন্দোলন, আয়োজনে রাজধানীর মালিবাগ মোড়ে রাজবাড়ী রেস্টুরেন্টে তাঁর লেখা কাব্যগ্রন্থ ‘ধবধবে সাদা কথামালা’র প্রকাশনা ও জন্মোৎসবের আয়োজন করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.