আজ ‘শহীদ নূর হোসেন দিবস’ বিএনপির শ্রদ্ধা
ঢাকা প্রতিনিধি: আজ শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, যেই অর্থে শহীদ নূর হোসেন জীবন উৎসর্গ করেছেন, সেই অর্থে কার্যত কোনো গণতন্ত্রই দেশে বিদ্যমান নেই। নূর হোসেনের জীবন থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বেগবান করতে হবে।
আজ ১০ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর গুলিস্তানস্থ শহীদ নূর হোসেন চত্বরে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
খায়রুল কবির বলেন, আজ দখলদারিত্বের একটি সরকার জাতির ঘাড়ে চেপে বসেছে। তারা চায় না অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। তড়িঘড়ি করে তফসিল ঘোষণা দেশের মানুষ ভালোভাবে নেয়নি।
আওয়ামী লীগ আবারো ১৪ সালের মতো পাতানো নির্বাচন করতে চায় অভিযোগ করে খোকন বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ শেষ না করেই তাদের নীল নকশা অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) তফসিল দিয়েছে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না করলে বিরোধী দল কেমনে প্রচার প্রচারণা চালাবে।
তারা যদি নীল নকশার নির্বাচন করতে চায়, তাহলে সেটা কতোটুকু ফলপ্রসূ হবে, তা-ও প্রশ্ন রাখেন বিএনপির এই নেতা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.