আজ কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবে বিএনপি

ঢাকা প্রতিনিধি: আজ সোমবার দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি জাতীয় নির্বাচন নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবে বিএনপি। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের প্রস্তুতি হিসেবে গতকাল বৈঠক করেন দলটির কূটনৈতিক উইংয়ের দায়িত্বপ্রাপ্তরা।

সূত্র জানায়, কূটনৈতিকদের সঙ্গে বৈঠকে সম্প্রতি হেফাজতের সমাবেশ সেখানে প্রধানমন্ত্রীকে দেওয়া সংবর্ধনাকে গুরুত্বসহকারে তুলে ধরা হবে।

ছাড়া আগামী জাতীয়  সংসদ নির্বাচন প্রসঙ্গে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এর মধ্যে সব রাজনৈতিক দল, মত বিশিষ্ট ব্যক্তিদের মতামত উপেক্ষা করে নির্বাচন কমিশনের আরপিও সংশোধন, বিএনপির গঠনতন্ত্রের বিষয়ে আদালতের হস্তক্ষেপের বিষয়কে তারা সামনে নিয়ে আসতে চান।

সরকারের সঙ্গে তাদের সংলাপ বিষয়টিকেও গুরুত্ব দিয়ে আলোচনায় নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন দলটির শীর্ষ নেতারা।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.