আচার্য জগদীপ ধনখড়কে ছাড়াই যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হল

কলকাতা প্রতিনিধি: গতকাল সোমবার (২৩শে ডিসেম্বর) যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের সমাবর্তন উৎসবে পশ্চিমবাংলার রাজ্যপল তথা আচার্য জগদীপ ধনখড় বিক্ষোভের মুখে পরেন তাঁর এনআরসি এবং সিএএ-র পক্ষে অবস্হানের জন্য ৷
তৃণমূল সমর্থিত শিক্ষক ও কর্মী সংগঠনের সদস্যরা দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন রাজ্যপালকে।
প্রায় দেড় ঘণ্টা পর রাজ্যপাল ক্যাম্পাস ছাড়তেই সমাবর্তন অনুষ্ঠান আবার শুরু হয়ে যায় । আচার্যের চেয়ার ফাঁকা রেখেই চলে থাকে সমাবর্তন। এমতাবস্থায় ঘেরাও-বিক্ষোভের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফিরতে হল রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনখড়কে । যাওয়ার সময় জানিয়ে গেলেন ‘কাল সমাবর্তনে ফের আসব’। রাজ্যপালকে বয়কটের সিদ্ধান্ত নেন পড়ুয়াদের এক অংশ ৷ ঘন্টা দেড়েক পর ক্যাম্পাস ছাড়েন রাজ্যপাল। তবে, ঘটনাস্থলে দাঁড়িয়েই গোটা বিষয়টিকে ‘প্রশাসনিক ব্যর্থতা’ ও ‘পরিকল্পিত’ বলে ব্যাখ্যা করেন তিনি।

আজ মঙ্গলবার (২৪শে ডিসেম্বর) ও অবস্হার কোন পরিবর্তন হয়নি ৷ তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান হয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ নম্বর গেটের সামনে ৷ কালো পতাকা হাতে নিয়ে ‘গো ব্যাক’ স্লোগান শুরু হয় ৷ রাজ্যপালকে বয়কটের সিদ্ধান্ত নেন পড়ুয়াদের এক অংশ ৷ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ঘিরে তৈরি হয় অনিশ্চয়তা ৷ ফের উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর ৷ ক্ষোভে ফেটে পরে রাজ্যপাল ৷ বাঁধা পেয়ে বিদ্যালয়ে ঢুকতে না পেরে তাঁকে ফিরে যেতে হয় ৷ তিনি বললেন ‘‘রাজ্যে শিক্ষা ক্ষেত্রে জরুরি অবস্থা চলছে। নৈরাজ্য দেখা দিয়েছে। কোনও নিয়ম মানা হচ্ছে না।’’ এই সূত্রে রাজ্যপাল বর্ধমান-সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়েও একই ঘটনা কথা তুলে এনেছেন ৷
আজ মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন জগদীপ ধনখড় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ দিনের মধ্যে রাজভবনে যাওয়ার জন্য অনুরোধ করেন তিনি ৷ তিনি বললেন ” গত ২ দিন ধরে যে ধরনের ঘটনা ঘটছে তাতে আমি দুঃখিত ও ব্যথিত। এটা হওয়া উচিত ছিল না। বিশেষ সমাবর্তনে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সে জন্যই আমি গিয়েছিলাম। কিন্তু, সেই বিশ্ববিদ্যালয়ের কর্মীদের একাংশ আমাকে ঢুকতেই দিলেন না। বিষয়টিতে আমি গভীর ভাবে ব্যথিত।’’
আচার্য জগদীপ ধনখড়, মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে আলোচনায় বসার জন্য প্রস্তাব দিয়েছেন ৷ সেই সঙ্গে আগামী ১৩ জানুয়ারি সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরও ডেকে পাঠিয়েছেন তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.