আগৈলঝাড়ায় গরুর হাটে চাঁদাবাজি করার অভিযোগে গ্রেপ্তার-৪

বরিশাল ব্যুরো: বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব পয়সা এলাকার একটি অস্থায়ী কোরবানির গরুর হাটে চাঁদাবাজি অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর রহমান তথ্যের সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলো- আগৈলঝাড়া উপজেলার উত্তর চাঁদত্রিশিরা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে রেজভি বখতিয়ার, সাইফুল ইসলামের ছেলে শাওন বখতিয়ার, মৃত জাকির হোসেনের ছেলে অপু বখতিয়ার, মৃত জমির উদ্দিনের ছেলে শফিক বখতিয়ার।
এজাহারভুক্ত অপর দুই আসামি একই গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে সুইট বখতিয়ার ও মৃত মকবুল হোসেনের ছেলে আজিজুল বখতিয়ারকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।
বাদী মাসুদ বখতিয়ার এজাহারে উল্লেখ করেছেন, কোরবানি উপলক্ষে পূর্ব পয়সা এলাকায় উপজেলা প্রশাসনের অনুমোদনকৃত অস্থায়ী গরুর হাট ইজারা নিয়েছেন স্থানীয় জামাল বখতিয়ার। তিনি (মাসুদ) ইজারাদারের নিয়োগকৃত লোক হিসেবে হাটের খাজনা উত্তোলন করছেন।
মাসুদ বখতিয়ার বিটিসি নিউজকে জানান, আসামিরা সদলবলে গরুর হাটে প্রবেশ করে প্রভাব বিস্তারের মাধ্যমে তার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে আসামিরা তাকে মারধর করে। এ সময় হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পরে।
একপর্যায়ে ওই গরুর হাটে কর্তব্যরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আসামিরা পুলিশের ওপরও চড়াও হয়। খবর পেয়ে থানা থেকে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করতে সক্ষম হলেও অন্যান্যরা পালিয়ে যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.