আগে বিচার তারপর সংস্কার তারপর নির্বাচন – জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর মজিবুর রহমান

নাটোর প্রতিনিধি: আমরা বলেছি শুধু নির্বাচন নির্বাচন বললে হবে না, ভোট চাচ্ছেন কিন্তু ভোট যদি ভোটের মত না হয় তাহলে হবে? “তাই আমরা বলেছি,আগে বিচার তারপর সংস্কার তারপর নির্বাচন”।
নাটোরের বাগাতিপাড়ায় মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান।
এসময় তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় শুধু আমরা না সাধারন জনগন দেখেছে আওয়ামী সরকার নির্বাচনের নামে জাতির সাথে তামাশা করেছে। ২০১৪ সালের বিনা ভোটে এমপি হয়ে পার্লামেন্টে গিয়েছে, ২০১৮ সালে দিনের ভোট নিশি রাতেই সেরে ফেলেছে, ২০২৪ সালের নির্বাচনে সাধারন জনগন ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি, ভোটারদের যাওয়া লাগেনি, এমনকি যারা গিয়েছে তাদের ভোটগুলো প্রার্থী আত্মীয়-স্বজনরা মেরে নিয়েছে, শুধু তাই না ২৪ এর নির্বাচনে প্রার্থী খুজে পাওয়া যায়নি ওরা নিজেরা নিজেদের মধ্যে ডামি প্রার্থী সাজিয়ে নির্বাচন করেছিলো। বিগত জালেম সরকার এটাও বলতো আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো। কিন্তু পক্ষান্তরে দেখা যেতো আমার ভোট আমি দেবো তোমার ভোটও আমি দেবো,এমনটাই ঘটেছিলো। সুতরাং জনগন ও ছাত্ররা আর এমন নির্বাচন চায় না, অতীতে যা ঘটেছে তার পুনরাবৃত্তি হতে দেয়া যাবেনা।
তিনি আরও বলেন, “দ্বীন ও দেশের কল্যাণে জামায়াতের দায়িত্বশীলদের আরও নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের এই লড়াই চলবেই। ২৪ এর আন্দোলনে আমরা দেখেছি ছাত্রদের মুখে স্নোগান ছিলো “উই ওয়ান্ট জাস্টিস” -আমরা ন্যায়বিচার চাই, ঠিক তেমনি আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ১৯৭১ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত ৫৪ বছর জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ,পুজিবাজ ইত্যাদি মানুষের মতবাদ আমরা দেখেছি যেগুলো কোন শান্তি নেই,আমরা চাই কুরআনের আইন তাহলেই ইহকাল ও পরকালে শান্তি পাওয়া সম্ভব।
বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা এ.কে.এম আফজাল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারী মোঃ জাকির হোসেন মাস্টারের সঞ্চালনায়, উপজেলার বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজের হল রুমে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা সেক্রেটারী অধ্যাপক মোঃ সাদেকুর রহমান, সহ-সেক্রেটারী মোঃ আতিকুল ইসলাম রাসেল এবং নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা শাখার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর দক্ষিণ শিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি, শিবিরের সাবেক নাটোর জেলা সভাপতি মহসিন প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.