বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সম্ভবত আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে হোয়াইট হাউজে স্বাগত জানানোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই সম্ভাবনার কথা বলেন ট্রাম্প।
তবে এটি সামনাসামনি নাকি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি।
ট্রাম্প বলেন, ‘সম্ভবত আগামী সপ্তাহে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আমার দেখা হবে।’ একই সঙ্গে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন এবং বলেন, পুতিনের সঙ্গে তার বরাবরই ‘ভালো সম্পর্ক’ ছিল।
ইউক্রেনে রাশিয়ার তিন বছর ধরে চলা আগ্রাসন সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমি চাই এটি শেষ হোক, মানবিক দৃষ্টিকোণ থেকে। আমি চাই যুদ্ধটা শেষ হোক। এটি একটি হাস্যকর যুদ্ধ।‘
ট্রাম্প বলেন, তিনি জেলেনস্কির সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা এবং দেশটির মূল্যবান খনিজ সম্পদের সুরক্ষা নিয়ে আলোচনা করতে চান। এছাড়া তিনি চান, যুক্তরাষ্ট্রের সমর্থনের বিনিময়ে ইউক্রেন থেকে ‘সমান কিছু’ পেতে। তিনি বলেন, ‘আমরা চাই তারা ভারসাম্য বজায় রাখুক।’
এদিকে, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখতে আগ্রহী ইউক্রেন। এ মাসে ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলোগের ইউক্রেন সফর নিয়ে কিয়েভ আশাবাদী বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কির প্রধান সহযোগী অ্যান্ড্রি ইয়ারমাক।
ইয়ারমাক বলেন, তিনি কেলোগের সঙ্গে যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি, ইউক্রেনের সাধারণ নাগরিকদের নিরাপত্তা এবং এই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া মিউনিখ নিরাপত্তা সম্মেলনে সম্ভাব্য আলোচনার বিষয়ে আলোচনা করেছেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.