আগামী সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে জনগন ন্যায্য অধিকার ফিরে পাবে – এ্যাড. শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও এবি ট্রাস্টের চেয়ারম্যান এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন আগামী সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে জনগণ ন্যায্য অধিকার ফিরে পাবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বিএনপি ১৬ বছর মাঠে ছিলো। কারন গণতন্ত্র প্রতিষ্ঠা করাই বিএনপির একমাত্র লক্ষ ছিলো এবং সেই গণতন্ত্রের স্বাদ জনগনকে দিতে আগামী নির্বাচনে বিএনপি কে জনগনের রায়ে সরকার গঠন করতে হবে। জনগণ যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায় সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, নিজেদের মাঝে ভেদাভেদ সৃষ্টি না করে আগামী নির্বাচন সামনে রেখে সকল ইউনিট এর নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে থাকতে হবে ৯ ’জুন, সোমবার।
সকাল ১১ টায় এবি ট্রাস্ট ডিগ্রি কলেজ মাঠে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত দলের হাজার হাজার নেতাকর্মীর উদ্দেশ্য তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন আপনারা যদি একটি সুন্দর আগামী এবং সুষ্ঠ ধারার রাজনীতি করতে চান তাহলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন ইনশাআল্লাহ আমাদের জয় সুনিশ্চিত।
তিনি নেতাকর্মীদের হুশিয়ারি করে বলেন, আপনারা বিগত স্বৈরাচার আওয়ামী সরকার এর শাসন দেখেছেন তাদের পতনও দেখেছেন। দেখুন হাজার হাজার নেতাকর্মীরা আজ পলাতক বাড়িতে ঘুমোতে পারেনা। এটা তাদের বিগত ১৬ বছরের কর্মফল সুতরাং এ থেকে শিক্ষা নিন যাতে আপনাদের কাজের মাধ্যমে এমন কিছু না ঘটে যাতে ভবিষ্যতে আপনার কর্মফল দুঃশ্চিতার কারন হয়। কোন ব্যক্তির অন্যায়ের দায়ভার দল বহন করবেনা কারন বিএনপি একমাত্র দল যে দল কোন অন্যায়কে প্রশ্রয় দেয়না। আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং তার ঘোষণা নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে এক বছরে এক কোটি ত্রিশ লক্ষ বেকারের কর্মসংস্থান এর অঙ্গীকার সেই অঙ্গীকার বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে হয়ে কাজ করার বিকল্প নেই। আপনারা যেমন দুর্দিনে দলের পাশে ছিলেন তেমনই থাকুন এবং এমনভাবে কাজ করুন যাতে এমন ফ্যাসিবাদ সরকার যেন বাংলার মাটিতে আসতে না পারে এবং কেউ যেন আর চিন্তাও না করতে পারে।
উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মান্নান মাস্টার, পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেহানুল ইসলাম বুলাল, পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ জহুরুল ইসলাম,
পাবনা জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড. মির্জা আজিজুর রহমান,পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ.কে.এম মুসা, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লালু, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ ফরহাদ জোয়ার্দার, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড. রাজিউল্লাহ রঞ্জু, যুবদল পাবনা জেলা শাখার আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সদস্য সচিব মনির আহমেদ, স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার এক নং যুগ্ম-আহবায়ক এসকে সাগর, জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সহ পাবনা জেলা বিএনপি,সদর থানা, সদর পৌর বিএনপি, ছাত্রদল,যুবদল, স্বেচ্ছাসেবক, ওলামাদল, মৎস্যজীবী দল, মহিলাদল, তাঁতীদল, জিয়া পরিষদ, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সুধীজনরা।
অনুষ্ঠান শেষে আগত অতিথি ও দলের নেতাকর্মীদের মিষ্টিমুখ করানো হয় এবং পাবনায় ঐতিহ্য সৃষ্টি করতে একটি মেজবানের আয়োজনের ঘোষণা করা হয়, নেতাকর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে নির্দেশ প্রদান করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.