আগামী মাসে সোনামসজিদ বন্দর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজ শুরু হবে : এমপি ওদুদ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজ আগামী মাস থেকেই শুরু হবে। শুধু তাই নয়, চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন সড়ক সম্প্রসারণ করে আধুনিক ও মডেল শহর গড়ে তোলা হবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের সর্বত্র উন্নয়ন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যহত থাকবে। আগামী একাদশ নির্বাচনে যদি আওয়ামীলীগ সরকার গঠন করতে পারেন, তাহলে চাঁপাইনবাবগঞ্জে বেকার শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া হবে।
আজ বৃহষ্পৃতিবার দুপুরে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবন ও হলরুম এবং সৌন্দর্যপূর্ণ ফুল বাগানের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আব্দুল ওদুদ আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামীতে আবারো আওয়ামীলীগকে সরকার গঠন করার সুযোগ করে দিতে হবে। তিনি বলেন, বিএনপি দেশের উন্নয়ন চাই না। তারা দেশের উন্নয়নে সহযোগিতা না করে, দেশের সম্পদ ধ্বংস করার রাজনীতি করে। আর আওয়ামীলীগ সরকার সব সময় দেশের উন্নয়নের কথা ভেবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা পাতাল থেকে মহাকাশ জয় করেছি।
বর্তমান সরকারের উন্নয়নের জন্য আমরা হাতের মুঠোই সারাবিশ্বের সাথে যোগাযোগ ও তথ্য আদান-প্রদান করতে পারছি। এটি শুধু আওয়ামীলীগ সরকারের একান্ত প্রচেষ্টায় হয়েছে। যা বিগত জোট সরকার করতে পারেনি। তিনি আরো বলেন, আগামীতে চাঁপাইনবাবগঞ্জের মায়েরা খড়ি দিয়ে রান্না ছেড়ে গ্যাসে রান্না করবে। এসব উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য আমাগীতে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক। অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আনিসুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখলেশুর রহমানসহ অন্যরা। সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, সদর উপজেলা এলজিডি’র নির্বাহী প্রকৌশলী আ.ন.ম মো. ওয়াহেদুজ্জামান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান পিপিএম, চরঅনুপনগর ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম বাচ্চুসহ অন্যরা।
এসময় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক তসলিম উদ্দিন ও ডি.এম তালেবুন্নবী, সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক মোহাঃ জোনাব আলী, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ এজাবুল হক বুলি, বারঘরিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল খায়ের, ঝিলিম ইউপি চেয়ারম্যান তসিকুল ইসলাম তসিসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মী ও সহ¯্রাধিক সাধারণ মানুষ। ৪ তলা বিশিষ্ট নবনির্মিত এই ভবনে ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বাস্তবায়নে এই ভবনে প্রায় ৫’শ আসন বিশিষ্ট হলরুমসহ সকল উপজেলার জন্য সভা-সমাবেশ করার সুবিধাসহ অন্যান্য সুবিধা রয়েছে।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.