আগামীকাল থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিস ও হলসমুহ খুলছে

খুলনা ব্যুরো: খুলনা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল বুধবার (৭ আগস্ট) থেকে সকল অফিস সমূহ সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে এবং হলসমূহ সকাল ৯টায় আবাসিক শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে চালু করা হবে।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.