জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগীর স্বামী মামলা করলে পুলিশ অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান এ তথ্য বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, আক্কেলপুরের মোহাম্মদপুকুর গ্রামের রুবেল হোসেন (৩৩) ও ফারুক হোসেন (৪০) এবং রামশালা গ্রামের একরামুল হক (৪২)।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শেষে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে অভিযুক্তরা ভুক্তভোগীকে মোহাম্মদপুকুর গ্রামে নিয়ে যায়। রাতে গ্রামের পাশে একটি গভীর নলকূপের ঘরে নিয়ে ভুক্তভোগীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। এ সময় গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেললে পরের দিন তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাঁর স্বামী। পরে গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগীর স্বামী ধর্ষণ ও মারপিট করার অভিযোগ এনে আক্কেলপুর থানায় মামলা করেন।
সেই মামলায় শনিবার আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জয়পুরহাট প্রতিনিধি নিরেন দাস। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.