আওয়ামী লীগ সম্পূর্ণ জনবিচ্ছিন্ন : নোমান

 

বিটিসি নিউজ ডেস্ক: সোমবার চট্টগ্রাম নগরীর রেলওয়ে অফিসার্স ক্লাবে জাতীয়তাবাদী শ্রমিক দল বিভাগীয় কমিটির উদ্যোগে জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, এখন তারা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন। পুলিশ, র‌্যাব ও রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে আছে। এ অবস্থা বেশি দিন চলবে না। পৃথিবীতে কোনো স্বৈরাচার শাসকের শেষ রক্ষা হয়নি, বর্তমান সরকারেরও শেষ রক্ষা হবে না।

 

তিনি বলেন, সরকার খালেদা জিয়াকে জেলে রেখে ‘৫ জানুয়ারি মার্কা’ আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগতের ষড়যন্ত্র করছে উল্লেখ করে সে নীলনকশা বুমেরাং হয়ে যাবে।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এএম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, বিএনপির সহ-সভাপতি এমএ সবুর, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, এসকে খোদা তোতন, অ্যাডভোকেট সাত্তার সরোয়ার, জাহাঙ্গীর আলম, এরশাদ উল্লাহ, নগর বিএনপির যুগ্ম-সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.