BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অ্যানফিল্ডেই লিভারপুলকে বিধ্বস্ত করল ক্রিস্টাল প্যালেস

অ্যানফিল্ডেই লিভারপুলকে বিধ্বস্ত করল ক্রিস্টাল প্যালেস

বিটিসি স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠ অ্যানফিল্ডে বুধবার রাতে হতাশার আরেকটি অধ্যায় লিখল লিভারপুল। ইএফএল কাপের চতুর্থ রাউন্ডে নিজেদের মাঠেই ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে আর্নে স্লটের দল।

ক্রিস্টাল প্যালেসের জয়ের নায়ক সেনেগালের তারকা ফরোয়ার্ড ইসমাইলা সার। প্রথমার্ধেই জোড়া গোল করে লিভারপুলকে চুপ করিয়ে দেন তিনি।

ম্যাচের শেষ দিকে ইয়েরেমি পিনোর গোল নিশ্চিত করে প্যালেসের দারুণ জয়।

প্রথমার্ধে দুই দলই সতর্ক শুরু করলেও ৪১ মিনিটে জো গোমেজের ভুলে সুযোগ পেয়ে যান সার। নিখুঁত শটে বল পাঠান পোস্টের নিচের কোনায়, লিভারপুল গোলরক্ষক কোনো প্রতিক্রিয়াই দেখাতে পারেননি। যোগ করা সময়ে পিনোর সঙ্গে চমৎকার পাস বিনিময় করে সারর দ্বিতীয় গোলটি করেন, লিভারপুলের নবাগত কিপার ফ্রেডি উডম্যানকে পরাস্ত করে।

দ্বিতীয়ার্ধে লিভারপুল ঘুরে দাঁড়ানোর কোনো ইঙ্গিতই দেখাতে পারেনি। বরং ৭০ মিনিটে তরুণ ডিফেন্ডার আমারা নেলো ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ম্যাচের শেষ দিকে দুর্দান্ত এক দৌড়ে এসে পিনো গোল করে ব্যবধান ৩-০ করেন।

ম্যাচ শেষে হতাশ লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত।

একই ভুল বারবার করছি, যা এই ক্লাবের মানের সঙ্গে যায় না।’

অন্যদিকে উচ্ছ্বসিত প্যালেস কোচ অলিভার গ্লাসনার বলেন, ‘আমরা পরিকল্পনা মেনে খেলেছি, সারর ও পিনো দুর্দান্ত কাজ করেছে। এনফিল্ডে এসে এই জয় বিশেষ কিছু।’

এই জয়ের ফলে প্যালেস তাদের শেষ চার ম্যাচে তৃতীয়বার লিভারপুলকে হারাল। একই সঙ্গে ইএফএল কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করল তারা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’- মন্তব্যে বিপাকে রাশমিকা ২য় অবস্থানে মিথিলা: ৫০ হাজার ভোট হলেই ‘মিস ইউনিভার্স’র মুকুট আসবে বাংলাদেশে রাজশাহীতে বিচারকের ছেলের ময়নাতদন্ত সম্পন্ন, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু ইউরোপের চারটি সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র ন্যাটোতে হামলার পরিকল্পনা নেই, তবে সবকিছুর জন্য প্রস্তুত রাশিয়া ডায়াবিটিস নিয়ে চিন্তিত? সকালে উঠে ৩ পানীয়ে চুমুক দিলেই কমতে পারে সুগার এমবাপ্পের ডাবলে বিশ্বকাপে ফ্রান্স ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস: ২ জনের মৃত্যু, নিখোঁজ-২১ মালয়েশিয়ার উদ্যোগে কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত শান্তি প্রক্রিয়ায় নতুন অগ্রগতি গাজার শাসনকাঠামো নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র–রাশিয়া, জাতিসংঘে পাল্টাপাল্টি প্রস্তাব