অস্ট্রেলিয়ায় নারী ও শিশু নির্যাতনকারীরা ঢুকতে পারবে না

বিটিসি আন্তর্জাতিক ডেস্কঅস্ট্রেলিয়ায় নারী ও শিশু নির্যাতনকারীরা ঢুকতে পারবে না। অস্ট্রেলিয়ায় এ সহিংসতামূলক অপরাধ করা হলে তাদেরকে সে দেশ থেকে বের করে দেয়া হবে। দেশটির অভিবাসনমন্ত্রী ডেভিড কোলেমান রবিবার একথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

নতুন এই আইন বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। এর আওতায় কেউ ১২ মাস বা তার বেশি কারাভোগ করলে তার ভিসা বাতিল করা হবে।

কোলম্যান এক বিবৃতিতে বলেন, ‘অস্ট্রেলিয়া আর নিজ গৃহে সহিংসতা চালানো দুষ্কৃতকারীদের সহ্য করবে না।’

এতে আরো বলা হয়, ‘আপনি যদি নারী বা শিশু নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হন, তবে আপনার আর অস্ট্রেলিয়া আসার প্রয়োজন নেই।’

ক্যানবেরা এর আগেও আমেরিকান আরএন্ডবি সিঙ্গার ক্রিস ব্রাউন ও বক্সিং তারকা ফ্লয়েড মেওয়েদার পারিবারিক সহিংসতার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের ভিসা দেয়নি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.