অস্কার কর্তৃপক্ষের নজরে শাহরুখ-কাজল

(‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’)
বিটিসি বিনোদন ডেস্ক: সিনে দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। প্রতি বছর এটি প্রদান করে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ‘দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’। এই অ্যাকাডেমি কর্তৃপক্ষের নজরে এবার বলিউড বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী কাজল।
গতকাল শনিবার এই জুটির সুপারহিট সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র ‘মেহেন্দি লাগাকে রাখনা’ গানের কিছু অংশ শেয়ার করা হয় ‘দ্য একাডেমি’র ইনস্টাগ্রাম পেজে।
পোস্টটি দেখে উচ্ছ্বসিত ও আপ্লুত শাহরুখ-কাজলের ভক্তরা। মন্তব্যঘরে একজন লিখেছেন, ‘একাডেমির এই পোস্ট আমাকে আবেগপ্রবণ করে দিয়েছে। এই দুজন (শাহরুখ-কাজল) বলিউডে অনেক অবদান রেখেছেন এবং আমি সেই দিনের অপেক্ষায় রয়েছি যেদিন তারাও সম্মানিত হবেন।’
অন্য একজনের কথায়, ‘ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ডিডিএলজে দীর্ঘদিন ধরে চলা এক চলচ্চিত্র, যা শাহরুখ খানের লিগ্যাসি।’
১৯৯৫ সালের মিউজিক্যাল রোমান্স সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। সংক্ষেপে এই সিনেমাকে বলা হয় ‘ডিডিএলজে’। আদিত্য চোপড়া পরিচালিত এই সিনেমার জনপ্রিয়তা এখনো একটুও কমেনি। এটি তার প্রথম পরিচালিত সিনেমা। প্রযোজনায় ছিলেন যশ চোপড়া। শাহরুখ-কাজলের এই সিনেমাটিকে ‘ক্লাসিক’ উপাধি দিয়ে গানটি শেয়ার করেছে ‘দ্য একাডেমি।’
ভিডিওর ক্যাপশনে ‘দ্য একাডেমি’র তরফ থেকে লেখা হয়েছে, ‘১৯৯৫ সালের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমায় শাহরুখ খান ও কাজলের পারফর্ম করা ক্লাসিক গান মেহেন্দি লাগাকে রাখনা।’
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে রাজ ও সিমরানকে কেন্দ্র করে। ইউরোপে বেড়াতে গেলে দুজনের সাক্ষাৎ হয় এবং প্রেমে পড়ে। তবে তাদের সম্পর্কের ক্ষেত্রে সাংস্কৃতিক ও পারিবারিক বাধা রয়েছে, যা প্রেম, ঐতিহ্য ও পারিবারিক মূল্যবোধ সম্পর্কিত একটি ক্লাসিক গল্প বলে। সিনেমাটি তার গান, সুন্দর লোকেশন ও শাহরুখ-কাজলের অনস্ক্রিন রসায়নের জন্য আজও স্মরণীয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.