অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন মাইকি ম্যাডিসন

বিটিসি বিনোদন ডেস্ক: এবারের ৯৭তম অস্কারের আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিসন। শন বেকারের ‘আনোরা’ সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার পান তিনি।
বাংলাদেশ সময় আজ সোমবার (৩ মার্চ) শুরু হয়  ৯৭তম অস্কারে বিজয়ীদের নাম ঘোষণা। সেখানেই এই অভিনেত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক স্ট্রিপ ড্যান্সারের প্রেমে পড়ে। দু‘জন বিয়ে করে, কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না। এমন গল্প নিয়েই সিনেমাটি নির্মাণ করেছেন শন বেকার।
গত বছর কান উৎসবে স্বর্ণপাম জেতা এই সিনেমাটি নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা আর তাদের স্বপ্নের টানাপোড়েনের গল্প তুলে ধরে। গত বছর যখন কানে সিনেমাটি স্বর্ণপাম জেতে, অনেকেই চমকে গিয়েছিলেন।
এর আগে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ চলচ্চিত্রে দর্শকের প্রশংসায় ভাসেন এই অভিনেত্রী। এমনকি এই চলচ্চিত্রের সুবাদেই আনোরা’র জন্য তাঁকে বেছে নেন পরিচালক শন বেকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.