‘অসুস্থতাজনিত ছুটিতে’ ৩০০ কর্মী, ফ্লাইট বাতিলের হিড়িকে বিপাকে এয়ার ইন্ডিয়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অসুস্থতা’র কারণ দেখিয়ে ক্রু’রা গণহারে ছুটি নেয়ায় বিপাকে পড়েছে ভারতের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। জানা গেছে, তিন শতাধিক সিনিয়র কেবিন ক্রু ‘অসুস্থতার কারণে’ ছুটি নেয়ায় অন্তত ৮৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বুধবার (৮ মে) এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি সূত্র জানায়, কেবিন ক্রুরা গণহারে অসুস্থতার ছুটি নেয়ায় সংকট দেখা দেয়। আগে থেকে ছুটির বিষয়ে কিছু জানাননি তারা। তাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
এদিকে, কর্মী সংকটে এয়ার ইন্ডিয়ার আরও বেশ কিছু ফ্লাইট বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বলা হয়েছে, সব মিলিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৩০০ জন সিনিয়র কেবিন ক্রু তাদের ফ্লাইট উড্ডয়নের ঠিক আগে অসুস্থতার কথা জানিয়ে ছুটির আবেদন করেন এবং এরপরই মোবাইল ফোন বন্ধ করে দেন।
জানা গেছে, মূলত নতুন নিয়োগ শর্তের কারণেই ক্রুরা আন্দোলনের অংশ হিসেবে শেষ মুহূর্তে তাদের কাজ থেকে সরে এসেছেন।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ক্রুদের অভিযোগ, টাটা গ্রুপের সঙ্গে একীভূতকরণের পর থেকেই বৈষম্যের শিকার হচ্ছেন তারা। বর্তমানে এআইএক্স কানেক্ট নামের আরেক উড্ডয়ন সংস্থার সঙ্গেও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একীভূতকরণ প্রক্রিয়া চলছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.