প্রেস বিজ্ঞপ্তি: জীবনতরী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে রাজশাহী মহানগরীতে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
রোববার বিকেল ৪টায় রাজশাহী কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে জীবনতরী সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ১৫শ জন অসহায় শীতার্ত মানুষকে শীতবস্ত্র কম্বল ও ২০ জন দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, সারা দেশে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তীব্র শীতে অসহায় মানুষের পাশে শীতবস্ত্র প্রদান করতে সমাজের বিত্তবানসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায় শীতার্ত মানুষের জন্য ইতোমধ্যে শীতবস্ত্র প্রেরণ করেছেন, তা বিতরণ অব্যাহত রয়েছে। বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়ন নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। কেউ যেন গৃহহীন না থাকে এ লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ৩৯ লাখ গৃহহীন মানুষের জন্য গৃহ প্রদান করেছেন। রাজশাহীতে কেউ গৃহহীন থাকলে তাদের গৃহ প্রদান করা হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বের ফলে পদ্মাসেতু, মেট্রোরেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ন্যায় বৃহৎ বৃহৎ প্রকল্প আজ দৃশ্যমান। একমাত্র আওয়ামী লীগ সরকারই জনগণের পাশে থাকে। যারা মানুষের বিপদে পাশে থাকে, তাদের পাশেই আপনাদের থাকতে হবে।
জীবনতরী সমাজকল্যাণ সংস্থার সভাপতি মারুফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। এ সময় মঞ্চে উপবিস্ট ছিলেন রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, রাজশাহী বিশ^বিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আহমেদ ইমতিয়াজ, রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোসাঃ নুুরজাহান বেগম। অনুষ্ঠানে জীবনতরী সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি এ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক পরিমল কুমার ঘোষ, অর্থ সম্পাদক তন্ময় আক্তার ঝুমা সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.