নিজস্ব প্রতিবেদক:পদোন্নতি বা পদায়ন না পাওয়ায় রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের পরিচালক মো: হাবিবুর রহমানকে হুমকি দিয়েছেন তারই অধিনস্ত এক কর্মচারী।
এ ঘটনায় ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার (৮ মে) নগরীর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। জিডি নম্বর-৪৫৮।
জিডিতে অভিযুক্ত করা হয়েছে, খুরশীদ উজ্জামান খান ডিউককে (৫৭)।
তিনি বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের উচ্চমান সহকারী এবং রাজশাহী নগরীর সিপাইপাড়া এলাকার বাসিন্দা। রাজপাড়া থানা পুলিশ জিডির বিষয়টি নিশ্চিত করেছে।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের পরিচালক হাবিবুর রহমান শুক্রবার রাতে জানান, আমি যোগদানের পর থেকেই বিধিবহির্ভূত ভাবে পদোন্নতি ও পদায়নের জন্য আমাকে চাপ প্রয়োগ করে আসছিলেন ডিউক। নিয়ম অনুযায়ী তাকে পদোন্নতি ও পদায়নের সুযোগ নেই। কিন্তু তিনি বেআইনি ভাবেই তাকে পদোন্নতি বা পদায়ন করার জন্য অব্যাহত ভাবে চাপ প্রয়োগ করে আসছিলেন। এরই ধারবাহিকতায় বৃহস্পতিবার সকালে অজ্ঞাত একটি নম্বর থেকে অপরিচিত এক ব্যক্তি আমার মোবাইলে কল করে ডিউককে পদোন্নতি বা পদায়ন দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। কথা অনুযায়ী কাজ না করলে আমার বড় ধরনের ক্ষতি হবে বলে হুমকি প্রদান করেন। এরই প্রেক্ষিতে ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা চেয়ে ডিউককে অভিযুক্ত করে থানায় একটি জিডি করি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সবার সাথে মিলে মিশে এক সাথে কাজ করতে চাই। তাই বিভাগীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে শুধু মৌখিক ভাবে বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে অবহিত করেছি।
তবে এব্যাপারে অভিযুক্ত খুরশীদ উজ্জামান খান ডিউকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.