বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গত বছর নির্বাচনী প্রচারণার সময় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ক্ষমতায় আসলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ দ্রুত বন্ধ হবে।
এ ছাড়া বিভিন্ন সময় ট্রাম্প বলেছিলেন, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ হতো না। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার এক মাসের মধ্যেই জল্পনা চাউর হয়েছে যে শিগগিরই ইউক্রেন যুদ্ধ কি তাহলে শেষ হচ্ছে?
শনিবার (৮ ফেব্রুয়ারি) নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দাবি করেছেন যে তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করা নিয়ে আলোচনার জন্য টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত আকাশযান এয়ার ফোর্স ওয়ানে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, সাধারণ জনগণের লাশ দেখা বন্ধ করতে চান পুতিন।
তবে ঠিক কতবার তারা একে অপরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন- সে বিষয়ে কোনও মন্তব্য করেননি ট্রাম্প। এনিয়ে ক্রেমলিন এবং হোয়াইট হাউজের সঙ্গে রয়টার্স যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পায়নি।
এর আগে জানুয়ারির শেষে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানান, পুতিন ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার জন্য প্রস্তুত আছেন। এবং ওয়াশিংটনও তার কথা শুনতে আগ্রহ প্রকাশ করেছে।
ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনায় বসবেন। আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের যুদ্ধ শুরুর তিন বছর পূর্ণ হবে। যেখানে হাজার হাজার মানুষ মারা গেছে। তাদের অধিকাংশই ছিল ইউক্রেনের সাধারণ জনগণ।
ট্রাম্প আরও বলেন, পুতিনের সঙ্গে সর্বদাই তার ভালো সম্পর্ক ছিল। ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য একটি পূর্ণাঙ্গ পরিকল্পনাও প্রস্তুত করেছেন ইতোমধ্যে। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ট্রাম্প আরও বলেন, আমি আশা করি এটি দ্রুত শেষ হবে। প্রতিদিন লোকজন মারা যাচ্ছে। ইউক্রেনের এই যুদ্ধ খুব খারাপ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.