অবশেষে গোবরাতলা ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ, দুঃস্থদের মাঝে স্বস্তির ছোঁয়া

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: অবশেষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য শস্য চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, গ্রাম পুলিশ ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার সার্বিক ব্যবস্থাপনায় এই চাল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
ইউনিয়নের ০৯ টি ওয়ার্ডে ৪১৮৪ টি পরিবার এ সুবিধা পাবে বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল ইসলাম। চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইনুর আলম, গোবরাতলা ইউনিয়ন পরিষদের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মোঃ আব্দুল মতিন, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুকুল হোসেন, উদ্যোক্তা জন কল্লোল সরকার জয়সহ কর্মরত গ্রাম পুলিশ।
বৃহস্পতিবার (০৩ জুলাই ২০২৫) ১ ও ২ নং ওয়ার্ডের বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য শস্য চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এবং আগামী ০৭-৮-৯/০৭/২০২৫ তারিখ পর্যন্ত ০৩-০৯ নং ওয়ার্ডের সুবিধা উপকার ভোগীদের মাঝে ঈদুল আজহার উপহার হিসেবে এ চাল বিতরণ করা হবে।
জানা গেছে, গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ যে জনগনের ভোটে নির্বাচিত, সে জনগনের সাথে প্রতারণা করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন দপ্তরে ব্যস্ত সময় পার করছেন।
অন্যদিকে, গোবরাতলা ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হলেও তাদের কোন মাথাব্যথা নেই। এমনকি চেয়ারম্যানের বিরুদ্ধে দুনীর্তি ও অনিয়মের বিষয়ে একাধিক দপ্তরে অভিযোগ দাখিল করেছেন ইউনিয়ন পরিষদের কিছু সদস্য বলে জানা গেছে।
চাল নিতে আসা এক উপকারভোগী নারী বলেন, এই চাল আমরা ঈদের আগে পাওয়ার কথা ছিলো, কিন্ত বর্তমান চেয়ারম্যান ও কিছু মেম্বারের মধ্যে তাদের ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের কারনে আমরা ঈদের চাল পাইনি। উপজেলা প্রশাসন বিষয়টি শুনে চেয়ারম্যান মেম্বার ছাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, গ্রাম পুলিশ ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের সার্বিক ব্যবস্থাপনায় ঈদের পরে হলেও চাল পেয়ে আমরা অনেক উপকৃত এবং খুশি।
গোবরাতলা ইউনিয়নে বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য শস্য চাল বিতরণ কার্যক্রমে চেয়ারম্যান ও ইউ.পি সদস্যদের অনুপস্থিত থাকার বিষয়ে পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম টিপুর সাথে একাধিক বার মোবাইল ফোনে যোগযোগ কররা চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য শস্য চাল বিতরণ কার্যক্রমের তালিকা প্রস্তুত না করায় বিষয়টি আমি জানার পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহন করি।
চেয়ারম্যান মেম্বার ছাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, গ্রাম পুলিশ ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতায় ঈদের পরে হলেও বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য শস্য চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.